ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
২৯৮

করোনা আতংকে  শেয়ারবাজারে ধ্বস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৫ ৯ মার্চ ২০২০  

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বাংলাদেশে তিনজনের আক্রান্ত হওয়ার খবরের প্রভাব পড়েছে দেশের দুই পুঁজিবাজারে। আর এই আতংকে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে চলে যাচ্ছেন।আতংকের কারণেই সোমবার বড় ধ্বস নেমেছে শেয়ারবাজারে।


সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার লেনদেন শুরুতেই পতন দেখা দেয়।  প্রথম মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২৩ পয়েন্ট কমে যায়।  দিনের লেনদেন শেষে ডিএসইর এই সূচকটি ২৭৯ পয়েন্ট বা ৬.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪০০৮ পয়েন্টে। ডিএসইর ডিএসইএক্স সূচকটি চালুর পর  আজ সর্বোচ্চ পতন হয়েছে।
 ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭০ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৮৯ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯২৯, ১৩৪৬ ও ৭৯৬ পয়েন্টে।

এদিকে আজ ডিএসইর বাজার মূলধন ১৭ হাজার ২৯১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা বা ৫.২১ শতাংশ কমেছে দাঁড়িয়েছে ৩ লাখ ১৪ হাজার ২১৯ কোটি ২৫ লাখ ৮৯ হাজার টাকা। রবিবার ডিএসইর বাজার মূলধন অবস্থান করছিল ৩ লাখ ৩১ হাজার ৫১০ কোটি ৬৪ লাখ ৭১ হাজার টাকায়।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৯৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৭০ কোটি ৪৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪২৮ কোটি ৯২ লাখ টাকার।